আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
বকেয়া বেতনের দাবিতে মাহদীন সোয়েটার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৮জুন) বিকেলে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
পরে স্থানীয় প্রশাসন, পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাহদীন সোয়েটার লিমিটেডের শ্রমিকরা মে মাসের বেতন পরিশোধ করেননি মিল কর্তৃপক্ষ। বারবার বেতন পরিশোধের তারিখ দিয়ে টালবাহানা করছেন তাঁরা। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে একপর্যায়ে তারা আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ করেন। এসময় তীব্র গরম মহাসড়কের যানবাহনে থাকা যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহাম্মেদ , ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন সহ কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবী মেনে নেয় কর্তৃপক্ষ পরে পরে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।