Header Image

মসিকের উদ্যোগে ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

আগামী ১৮ জুন রবিবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ উপলক্ষ্যে ১৩ জুন বুধবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পেইনে ১৮ জুন সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস ৫৭ হাজার ৬৭৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সভার প্রধান অতিথি মোঃ আসিফ হোসেন ডন বলেন, এ ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

এজন্য প্রচারণায় জোর দিতে হবে। ক্যাম্পেইনে শত ভাগ শিশুর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোকে নিশ্চিত করতে হবে। সভার সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, শিশুর ‍সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূণ। ভিটামিন-এ খাওয়ানোর সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়েও সবাইকে সচেতন করতে হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মসিকের টিকাদান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শাম্মী আক্তার মিতু, মেডিকেল অফিসার আসমাউল ইসলাম রুম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার,বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ প্রমূখ। এ ক্যাম্পেইন বাস্তবায়নে মসিকের ৬৬ জন সুপারভাইজার, ৬০২ জন স্বেচ্ছাসেবকসহ এনজিওকর্মী ও অন্যান্যরা কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!