সাইফুল ইসলাম তরফদার, ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব১৭) খেলা অনুষ্ঠিত হয়।
আজকের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফুলবাড়িয়া পৌরসভা বনাম রাধাকানাই ইউনিয়ন।
বুধবার (১৪ জুন) বিকেল ময়মনসিংহের ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
খেলায় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া,ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃশহিদুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা হারুনর রশিদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কাউন্সিল কাজী ইমান আলী,চান মাহমুদ,ছাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নাহিদুল করিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার।
খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে,বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে।
মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে খেলাধূলার বিকল্প নেই।
ফুটবল খেলার দায়িত্ব পালন করেন মোফাজ্জল হোসেন।ভাষ্যকার ওসমান গনি ও শাহজাহান মৃধা।
ট্রাইবেকার খেলায় পৌরসভা ১ রাধাকানাই ০। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।