কেউ নেই ভালো
নীলিমা আক্তার নীলা
——————————-
চারিদিকে মন খারাপের দিন
কেউ নেই ভালো
নেই বিদ্যুৎ আলো
বাজারে লেগেছে আগুন
একশ টাকায় বেগুন।
রোদের তাপে দাবদাহ
পুড়ে হয়েছে ছাই
খেটে খেটে খাওয়া মানুষগুলোর
তবু বাঁচার লড়াই।
এসি আর আই পি এস
ঘরে ঘরে বাতি
গরীব আর ধনীদের
ব্যবধান কতো দিবা রাতী।
একমুঠো ভাত নেই
কাঁদে শিশু ঘরে
বার্গার, পিৎজা কতো ধনী শিশু
খেয়ে পেট ভরে।
নদীতে নাই মাছ
পুকুরে চাষ
হাবিজাবি কতো ঔসুধ
কেড়ে নেয় শ্বাস।
আর হয়না মেঘেদের খেলা
ছুটি নিয়েছে ভেলা
বৃষ্টি দের কোলাহলে
হাঁটু ভিজেনা জলে।
খরতাপে আজ অগ্নির মেলা
হে প্রভু ! দয়া করো
দয়া করো
বন্ধ করো এই খেলা।