মো: আনোয়ার হোসেন,ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় মায়ের সাথে অভিমান করে গাছ থেকে পরে আলহাজ্ব নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত আলহাজ্ব ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। সে পশ্চিম কাচিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার (১৫ই জুন) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের কাচারি ঘাট মধু মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার জানায়, শিশু বাচ্চা আলহাজ্ব মিয়া তার মায়ের সাথে অভিমান করে বাড়ী থেকে নিখোঁজ হয়। তাদের ধারণা মায়ের সাথে অভিমান করে বাড়ীর পাশে একটি গজারি গাছের উপরে লুকিয়ে থাকে সে। দুর্ঘটনাবশত গাছ থেকে পরে আলহাজ্ব নিহত হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
খোজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা বাড়ীর দক্ষিণ পাশের একটি গজারি গাছের নিচে ওই গাছের ভাঙা ডালসহ তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা তবে ময়নাতদন্তের পর বলা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যা।