
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি,এফবিসিসিআই এর সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কামার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)এর জন্মদিন পালনে দোয়া মাহফিলের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় কৃষ্ণচূড়া চত্বরে জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহারিয়ার মোহাম্মদ রাহাত খানের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগ নেতা মোঃ রবিন খান শিমুলের সার্বিকতত্ত্বাবধনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ও আশপাশের সহায় লোকজন ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। দোয়া মাহফিলে আমিনুল হক শামীমের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
এ সময় দোয়া মাহফিলে আরোও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ নেতা মাজহারুল হক ঝন্টু, যুবলীগ নেতা মোঃ রাসেল, মোঃ স্বপন, শাখাওয়াত হোসেন শাকিল, আব্দুল সবুর রবি, সদর উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি তাহসিন জুনায়েদ জয়, জেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেন আকাশ, সদর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক রায় অভি, আলিফসহ প্রমুখ।
উল্লেখ্য যে আমিনুল হক শামীম এর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।