“মানুষ মানুষের জন্যে” একটি পরিবারে মা, মেয়ে প্রতিবন্ধী আবার আরেক মেয়ে পাগল তাও শিখল বন্ধী। পাচ্ছে না সরকারি বা বেসরকারি কোন সুযোগ সুবিধা। তাদের নামে নেই প্রতিবন্ধী ভাতার কার্ড।
মা, মেয়েকে নিয়ে প্রতিবন্ধী কার্ডের জন্য চেয়ারম্যান মেম্বারদের ধারে ধারে ঘুরতে হয়েছে বহুদিন। কিন্তু কার্ড পাওয়া আস্ত করলেও পাইনি কোন ভাতার কার্ড।
ঘটনাটি ঘটে ত্রিশাল উপজেলা হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া দক্ষিণ ভাটিপাড়া এলাকার তোজু মেম্বারের বাড়ি সংলগ্ন মৃতু রমজান আলী শেখের স্ত্রী আনোয়ারা খাতুন (প্রতিবন্ধী), মেয়ে অহিদা (২০) (শিখল বন্ধী), মেয়ে ফরিদা খাতুন (২২) (প্রতিবন্ধী) ।
এ বিষয়ে ইউপি সদস্য সুলতান সাদেক কে বার বার ফোন দিলেও ফোন রিসিভ করেনি। ইউপি চেয়ারম্যান আবু সাঈদ কে বার বার ফোন দিলেও ফোন রিসিভ করেনি।
আশা করি সকল শ্রেণিপেশার মানুষজন এগিয়ে আসবে এই পরিবারের পাশে। অসহায় এ হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারটির পাশে এগিয়ে আসতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের নিকট আকুল আবেদন।
বিকাশ পার্সোনাল 01305098197