Header Image

ভালুকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

 

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় এক অসহায়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার রান্দিয়া এলাকার মৃত খন্দকার আব্দুর রাজ্জাকের ছেলে খন্দকার আজমের পৈতৃক সম্পত্তি রান্দিয়া ধলিয়া মৌজার আরওআর ১১৬ খতিয়ানের সাবেক ২২৪০ নং দাগে ২৫ শতাংশ জমি ওই এলাকার খন্দকার হাকীমের ছেলে খন্দকার মোজাম্মেল হক (৬০), খন্দকার জহিরুল হকের দুই ছেলে খন্দকার আবির (৩৫) ও খন্দকার নিবির (৩০) মিলে জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

রবিবার (১৮ই জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জমিতে লাগানো পাট খেত নষ্ট করে জমি দখলের উদ্দেশ্যে জমিতে পিলার দিয়ে বেড়া দেওয়া ও একটি টিনের ছাপড়া তৈরি করা।

এঘটনায় অভিযোক্তদের মধ্যে খন্দকার আবির জানান, তারা ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়েছেন। তিনি আরও বলেন, খন্দকার আজম থানায় অভিযোগ করেছেন তাতে কোনো সমস্যা নাই। খন্দকার আজম যদি কাগজ পত্রে ওই জমি পায় তাহলে সেচ্ছায় জমি তাকে দিয়ে দেওয়া হবে।

ভুক্তভোগী খন্দকার আজম জানান, শনিবার দুপুরের দিকে উল্লেখিত ব্যাক্তিসহ আরো অজ্ঞাত ৪/৫ জন মিলে টিন, কাঠ, পাকা পিলার নিয়ে জোরপূর্বক ওই জমিতে টিনের ছাপড়া ঘর ও বেড়া তৈরি করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে ভুক্তভোগীদের লাঠি সোঠা দিয়ে খুন জখমের হুমকি দিলে তিনি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জমির ফয়সালা না হওয়া পর্যন্ত বেড়া ও ঘর তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানার এস.আই নজরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে জমিতে গিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং সুষ্ঠু তদন্ত করে জমি প্রাপ্ত মালিককে বুঝিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!