মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।
সোমবার ১৯ জুন বিকাল ৩টা সময় থানা পাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওসি শাহ্ কামাল আকন্দ বলেন আগের ঈদ গুলোর মতো এবারও কোন সমস্যা হবে না। বাজারে টাকার পরিমাণ ও লেনদেন হলে পুলিশের সাথে যোগাযোগ করবেন। তাহলে পুলিশ গিয়ে টাকা পৌছোনোর ব্যাবস্থা করে দিবে। একটা ঘটনা ঘটনার আগেই ব্যাবস্থা নিলে দুর্ঘটনা হয় না।
হাট ইজাদারদের প্রতি অনুরোধ রাস্তায় কোনভাবেই গরু রাখবেন না, গরুর হাটে পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখবেন। হাটে যেন গুজবের মাধ্যমে কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে সবাই খেয়াল রাখবেন। যারা হাট ইজারাদার নিজেদের মধ্য বিবাদ করবেন না। হাটে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন।
আসন্ন গরুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি মেনে নেয়া হবে না বলেও হুশিয়ারী দেন। বড় বড় বাজারে জাল টাকা মেশিনের ব্যাবস্থা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন ওসি শাহ কামাল আকন্দ। এ সময় আরোও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ২ নং ফাড়ি ইনচার্জ রাসুল সামদানী আজাদ, ৩ নং ফাড়ি ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, ব্যাংক কর্মকর্তা ও বাজারের ইজারাদারসহ প্রমূখ।