ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিদেশ ফেরত এক মোটরসাইকেল আরোহীকে রাস্তা অবরোধ করে দুই লাখ টাকা ছিনতাই ও মারপিটের ঘটনা ঘটেছে।
এঘটনায় মোটরসাইকেল আরোহীর স্ত্রী বিথী আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বিরুনিয়া এলাকার বিদেশ ফেরত মানিক মিয়া গত ১৫-০৬-২০২৩ইং তারিখে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বিরুনিয়া বাজারের বিমল চন্দ্র বর্মণের চায়ের দোকানের সামনে ছিনতাই ও মারপিটের স্বীকার হয়।
অভিযোগে বিথী আক্তার উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে তার স্বামী মানিক মিয়াকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় রফিকুল ইসলাম রফিকের ছেলে রিয়াজ রায়হান রাজু (২৫), শাহরিয়ার হাসান রাহাত (১৯), রজব আলীর ছেলে কামাল মিয়া (৩২), কাইয়ুম (৩৫), আব্দুর রহমানের ছেলে উজ্জ্বল মিয়া (৩০), সৌরব হাসান (২০), মৃত ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৫৫) মিলে রাস্তা অবরোধ করে।
এসময় মানিক মিয়া চিৎকারের চেষ্টা করলে তার মুখে শ্বাসরোধ করে টেনে হিঁচড়ে স্থানীয় মেসার্স রফিক ট্রেডার্স নামে একটি দোকানের ভিতর নিয়ে যায়। সেখানে তাকে দা, শাবল, লোহার রড, বাঁশের লাঠি দিয়া উল্লেখিত ব্যাক্তিরা পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় মানিকের পকেটে থাকা দুই লক্ষ টাকা ছিনতাই করে তারা। মানিক মিয়া কৌশলে বিষয়টি তার স্ত্রীকে জানালে স্ত্রী বিথী আক্তার স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মানিক মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে মানিক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হাসপাতালে আহত মানিকের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।