আনোয়ার হোসেন,ভালুকা (ময়মনসিংহ) :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকার হবিরবাড়ী এলাকায় স্কয়ার মাস্টারবাড়ী ও সিডস্টোর বাজারে ভরাডোবা হাইওয়ে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মহাসড়কে বসা ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও সড়কে যানবাহন পার্কিং নিষেধের নির্দেশ দেওয়া হয় ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
উচ্ছেদ অভিযানে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ঈদকে ঘিরে এ দুটি স্থান বেশ গুরুত্বপূর্ণ। শহর থেকে আসা অধিকাংশ মানুষ এখান দিয়ে আসাযাওয়া করে। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেনো সড়কে বসতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।