মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ জুন বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও নাহিদ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল,ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আঃ বারী।
ফুটবল খেলায় ফাইনালে মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজকে ২-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজ।