জাহাঈীর আলমঃ
ময়মনসিংহের ফুলপুরে ৩২ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার (২১ জুন) চট্টগ্রাম থেকে শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামক একটি বাসে করে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল ফাতেমা।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তারা ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।
সকাল সাড়ে ৮টার দিকে বাসটি ফুলপুরে এসে পৌঁছলে উহাতে তল্লাশি চালিয়ে ফাতেমাকে আটক করা হয় আটক গাজা ব্যাবসায়ীর নাম
মোছাঃ ফাতেমা বেগম(৩৮) স্বামী কামাল হোসেন,
পিতা মৃত আবুল কাশেম
মাতাঃ মরিয়ম বেগম
সাং-:গোলাইকরা
ইউনিয়নঃ ১৪ নং, আলকরা,
থানাঃ চৌদ্দগ্রাম
জেলা কুমিল্লা। এবং তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা। গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
আটককৃত মহিলার বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার । তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় মাদক মামলা বিচারাধীন রয়েছে।
মাদক কারবারি এই নারীকে আদালতে সোপর্দ করা হবে।