আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকার মাষ্টার বাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা দোকান পাট ভেঙে দেয়া হয়েছে। বুধবার ২১ জুন সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ, সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা বৃন্দ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পবিত্র ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি পৌছাতে পারে যান চলাচলের কোন অসুবিধা না হয় সে জন্য আমাদের অভিযান।