Header Image

শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে শুভ উদ্বোধন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং বিভাগীয় পর্যায়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ২১ জুন সকালে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার ও বিভাগীয় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আঃ বারী।

উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও বিভাগীয় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মোর্তজা আলীর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলাও আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এতেশামুল আলম, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল।

আজকের খেলায় অংশগ্রহণ করে নেত্রকোনা সরকারী কলেজ বনাম সরিষাবাড়ী ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!