Header Image

১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জাহাঈীর আলমঃ

৩০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দস্যু আজিজুলের (৫৭)।
অবশেষে মঙ্গলবার গভীররাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ চট্রগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ছদ্মবেশে পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেছে।

দস্যু আজিজুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের উত্তর বীরখারুয়া গ্রামের মরহুম ময়েজ উদ্দিনের ছেলে। ২১ জুন বুধবার সকালে আদালতের মাধ্যমে আজিজুলকে ময়মনসিংহর কেন্দ্রীয় কারাগারে পেরণ করা হয়েছে।

পাগলা থানা পুলিশ সুত্রে জানা যায় ১৯৯৩ সাল থেকে ডাকাত আজিজুল দীর্ঘ ৩০ বছর পরিচয় গোপন করে ছদ্দনাম শাহজাহান ধারণ করে চট্রগ্রামে বসবাস করছিলো। ২০১৬ সালের একটি ডাকাতি মামলায় তাকে ১১ বছরের কারাদন্ড দেয় আদালত। মামলা হওয়ার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিলো। চট্রগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, সাজা ওয়ারেন্টমূলে ৩০ বছর পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশের দল ডাকাত আজিজুল কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!