আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন এর পক্ষ থেকে ভূমিহীন ও অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ জুন বিকালে ৮ নং ওয়ার্ড বাশিল আশ্রয়ন প্রকল্পের বাড়ির সামনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জজ।
উপস্থিত ছিলেন ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, হবিরবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, ভালুকা ইউনিয়ন কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আলী রাজ ববি।
সঞালনায় ছিলেন ভালুকা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাকিব।
আয়োজক জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন বলেন, আমরা ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছি।