
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
বাংলাদেশ আওয়ামীলীগ ইতিহাসের একটি শক্তিশালী ও পুরাতন সংগঠন।
ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন বিকেলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর আয়োজনে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ জেলা ছাত্র লীগ।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল এর সঞ্চালনায় সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করা হয়েছে। পরে আনন্দ শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হল মোড়ে গিয়ে শেষ করা হয়েছে।
উল্লেখ্য যে ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আল আমিন এর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এসে অংশ গ্রহন করে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
