Header Image

সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা হবে – বিচারপতি নিজামুল হক নাসিম

 

মোঃ আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, এবং উনার ইচ্ছা অনুযায়ী সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা হবে, সকল সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করা হচ্ছে, এ পর্যন্ত আমরা ২২টি জেলার সকল তথ্য পেয়েছি। তিনি আরও বলেন, সাংবাদিকদের ম্যাজিষ্ট্রেট কোর্টে যাতে না যেতে হয় এই লক্ষ্য নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। তিনি বলেন,বঙ্গবন্ধু সাংবাদিকদের ভালবেসে ১৪ই ফেব্রুয়ারী ভালবাসা দিবসে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন।সেই থেকে প্রেস কাউন্সিল সাংবাদিকদের সুখ দুঃখে কাজ করছে।প্রেস কাউন্সিলে একটি শক্তিশালী কমিটি নিয়ে কাজ করছে। অচিরেই দেশের সকল সাংবাদিকদের শৃঙ্খলায় নিয়ে আসতে সক্ষম হবে প্রেস কাউন্সিল।

শুক্রবার সকালে ভালুকা উপজেলা পরিষদ হল রুমে,ভালুকা,ত্রিশাল,গফরগাঁও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে “সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

ভালুকা প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, নাগরিক টিভির বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহম্মেদ।

অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন,ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , কামাল হোসেন,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, অমিত রায়, এমজেইউ সভাপতি আতাউল করিম খোকন,ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।

ভালুকা, ত্রিশাল ও গফরগাঁও হতে আগত ৬০জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!