Header Image

ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয় : মাহফিজুর রহমান বাবুল

 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে জাপার একক প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মাহফিজুর রহমান বাবুল,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেয়া বাণীতে তিনি বিশ্বের সকল প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।

ঈদ উল আযহা উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক Mahfizur Rahman Babul বলেন, প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। তিনি বলেন, কল্যাণময় সমাজ গঠণে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।

হযরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন মাহফিজুর রহমান বাবুল ।

এছাড়া তিনি প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!