Header Image

ময়মনসিংহ সদরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৬শে জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম সভায় উপস্থাপন করা হলে সকল বিভাগের কার্যক্রমকে আরো জনমুখী হওয়ার জন্য আহ্বান জানান সভার প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।তিনি বলেন-বিছিন্ন ঘটনা ছাড়া এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের যেকোনো উপজেলা চাইতে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। উপজেলায় সদরে কোন সমস্যা নেই বলেও মন্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন । তবে ঈদুল আযহাকে কেন্দ্র করে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে-সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করা আহ্বান জানান।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা সমাজ সেবা অফিসার (অতিঃ দাঃ) ফাতেমা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উপজেলা প্রকৌশলী সহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলায় মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়। কোরবানি গরুর হাটে জাল টাকার কারবারিদের সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়।কোরবানির পশু জবাই ও কিভাবে এলাকা পরিস্কার পরিছন্ন রাখা যায় সে বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। সভায় অন্যান্যদের মাঝে উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ,কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামসুল হক কালু,ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন,অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিঃ আশরাফুল ইসলাম সাব্বির, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম,খাগডহর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বাদল, চেয়ারম্যানগণ,প্রধান শিক্ষকগণ ও উপজেলা কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!