বার্নার্ড সরকার, ধোবাউড়া উপজেলা প্রতিবিধিঃ
ধোবাউড়া উপজেলায় জয়পুর হিফ্জুল কোরআন মাদ্রাসায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কমিটির পক্ষ থেকে ৭শিশু শিক্ষার্থীর হাতে নগদ এক হাজার টাকা প্রদান করা হয়েছে।
এক সেট বইসহ সালোয়ার কামিজের কাপড় বিতরণ করা হয়েছে, আজ সকাল সকাল ১০ টায় । বিতরণ অনুষ্ঠানে কমিটির লোকজন ছাড়া এলাকার অনেকেই উপস্থিতি ছিলেন।
এই মহৎ উদ্দেশ্যকে অনেকে স্বাগতম জানিয়েছেন।
১০ শতাংশ জমি দাতা হলেন হাজ্বী আব্দুস শহিদ সাবেক মেম্বার ও সভাপতি.অত্র মাদ্রাসা.