Header Image

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জাহাঈীর আলম

 

ময়মনসিংহ প্রতিনিধি :

আগামী ২৯ জুন ২০২৩ইং রোজঃ বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা ময়মনসিংহবাসী সহ দেশ_বিদেশে অবস্থানরত ভাই,বন্ধু,আত্মীয়,স্বজন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও “ঈদ মোবারক”

ভোরের আকাশ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জাহাঈীর আলম-বলেন পবিত্র ঈদুল আযহার কোরবানির আনন্দ ছড়িয়ে পড়ুক সব শ্রেণী_পেশার মানুষের মাধ্যে এবং গ্রাম,গঞ্জে,শহর,বসতি,পাড়া,মহল্লা সহ গোটা বাংলাদেশ এর সকল মুসলমান ভাই_বোনেরা পবিত্র “ঈদুল আজহার” আনন্দকে ভাগাভাগি করে নেন।

পবিত্র ‘”ঈদুল আযহা” সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন, ঈদুল আযহার অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। আমাদের ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের বাংলাদেশ এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ধর্ম যার_যার এই সম্প্রীতি বাংলাদেশর জাতীয় ঐতিহ্য।

আমাদের ‘ইসলামের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি,সমৃদ্ধি আর সৌহার্দ্যে ময় সেই প্রত্যাশা কামনা করি, এবং দেশ‌ও বাসী সাবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। “ঈদ মোবারক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!