
আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় মানুষদের মাঝে কোরবানির ৩৫টি গরুর ফ্রেস মাংস বিতরণ করা হয়েছে।
৩০ জুন শুক্রবার সকালে উপজেলার পাঁচগাও এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল খায়ের ফাউন্ডেশনের অ্যাডভাইজার ডাঃ মোশায়েদ রহমান মুন’র প্রজেক্ট মোমেনা মারাফাহ ভিলায় এ মাংস বিতরণ অনুষ্ঠিত হয়। আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মোঃ সজিবের সভাপতিত্বে এবং অ্যাডভাইজার ডাঃ মোশায়েদ রহমান মুনে’র সার্বিক তত্তাবধানে ৩৫ টি গরু কোরবানি করে ১৫০০ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। পরে মল্লিকবাড়ি আশ্রয়ন প্রকল্পের সবগুলো পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য আল খায়ের ফাউন্ডেশন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ মোশায়েদ রহমান মুন এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসায় উন্নয়নমুলক কার্যক্রম অংশগ্রহন-সহ অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।