Header Image

পথহারা অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানার ওসি

 

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ

পথহারা অসুস্থ্য এক বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন। সোমবারে ওই বৃদ্ধের স্বজনদের কাছে তুলে দেন ওসি।

সোমবার (০৩ জুলাই) ত্রিশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় ঐ অসুস্থ্য ঐ বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখাগেলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ ৮০ বছরের বৃদ্ধকে থানায় নিয়ে আসে।

পরে Trishal Thana নামের ফেইসবুক আইডিতে প্রচার করলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে। ওসি মাঈন উদ্দিন ব্যাক্তিগত ভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগও করেন পরে বৃদ্ধের পরিবারের সন্ধান মেলে, হারিয়ে যাওয়া ৮০ বছরের বৃদ্ধকে তার পরিবারের লোকজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়। তিনি সিবিএমসি থেকে হাটতে হাটতে চলে এসেছিলেন ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে। তার বাড়ী গফরগাঁও থানা এলাকায়।

বৃদ্ধকে পরিবারের বিছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার এসআই মঞ্জুরুল হক ও মোঃ আনিস।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন,
পথহারা ওই অসুস্থ্য বৃদ্ধকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রয়েছে। সকল নাগরিকের সহযোগীতায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!