আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
মঙ্গলবার ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে ৪জনের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। দুপুরে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে দুতলার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার নামে কারখানা শ্রমিকের মৃত্যু ঘটে।
একই সময়ে উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় মোবাইলে গেম খেলতে না দেয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ নামে এক স্কুল ছাত্র নিজ বসত ঘরে ফাঁসিতে ঝুলে মারা যায়।
অপরদিকে সকালে জামিরদিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘরের তালা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার ও শিশু কন্যা আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।