আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের নানারকম হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
শনিবার (০৮ জুলাই) সকালে হাতে ফেস্টুন ব্যানার নিয়ে উপজেলার চামিয়াদী বাজারে সর্বস্তরের হাজারো জনসাধারণ এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।
এসময় বক্তারা জানান, ওই এলাকায় একটা কবর খোঁড়তেও নাকি বনের কর্মকর্তাদের টাকা দিয়ে ম্যানেজ করে নিতে হয়। এমন হয়রানী থেকে মুক্তি পেতে প্রায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।
বক্তারা বলেন চামিয়াদী মৌজায় মোট ৫ টি দাগে যথাক্রমে ৩১৩,৩২৪,৩৩২,৩৬১,৩৯০ দাগে বন বিভাগের গেজেট অন্তর্ভুক্ত বলে দাবি কিন্তু উক্ত দাগে প্রজাসাধারণের নামে সেটেলমেন্ট রেকর্ড, আর ও আর রেকর্ড ও বি আর এস রেকর্ড থাকা সত্বেও বন বিভাগের কর্মকর্তা কর্মচারী গন প্রজাসাধারণের উপর হয়রানি নিপিড় চলমান।
এ বিষয়ে উথুরা বিট অফিসার রিয়াজ উদ্দিন বলেন, বনের কোনো কর্মকর্তা যদি টাকার বিনিময়ে বনের জমি দখলের সহায়তার খবর পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত উথুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসাহাক আলী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ডাক্তার আলী আকবর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইদ্রিস আলী, ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক বিল্লাল হোসেন, কাদের কিবরিয়া, ব্যবসায়ী শরীফ, মেহেদী মতিন খান খোঁকা,শাহ আলম কিরন প্রমুখ।