মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
বঙ্গবন্ধুর পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ জুলাই ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিকাল ৪ টায় রাজনৈতিক নেতৃবৃন্দের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সভাপতি এহতেশামুল আলম।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের এর সভাপতি ও সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বঙ্গবন্ধুর পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি মাহমুদ আল মামুন এর সঞ্চালনায় কর্মশালায় প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন।
পরিশেষে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা সহ এর শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০৭ জন নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং সনদ বিতরণ করা হয়েছে।