মফিদল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ডেঙ্গু প্রতিরোধে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগ সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বার্তা পৌঁছানোর সাথে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট। এছাড়াও মাইকিং, স্টিকার বিতরণ ইত্যাদি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। এডিস মশার লার্ভা সনাক্তকরণ ও ধ্বংসের কার্যক্রমও চলমান রয়েছে।
নাগরিকদের ডেঙ্গু থেকে সুরক্ষায় নিজে এসব কার্যক্রম মনিটর করছেন মসিক মেয়র মোঃ ইকরমুল হক টিটু। ডেৃঙ্গু প্রতিরোধে চলমান এসব কার্যক্রম ৯ জুলাই পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এ সময় তিনি নাগরিকবৃন্দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিদর্শনকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।