আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু পবিত্র হজ্জ পালন শেষে সোমবার ১০ জুলাই দুপুরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের ভালুকায় আসলে স্থানীয় নেতা কর্মীরা তাকে মোটরসাইকেল বহর নিয়ে দলীয় কার্যালয়ে ফুল দিয়ে বরন করে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, পরিবহন মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন, বি এনপি আমেরিকাকে সেন্টমার্টিন দ্বীপ লীজ দিয়ে ক্ষমতায় যেতে চায়, আমরা মুক্তিযুদ্ধার সন্তান আমাদের জীবন থাকতে তা হতে দেয়া হবেনা, ঐক্যবদ্ধ আওয়ামীলীগ কে কেহ হারাতে পারেনা।
পরে সকল নেতৃবৃন্দ নিয়ে উনার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিনের কবর জিয়ারত করেন।