মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
১৮ বছর উর্ধ্বে সকল নাগরিকের জন্য কোভিড-১৯ এর তৃতীয় ও ৪র্থ ডোজের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ১০ ও ১১ জুলাই সোম ও মঙ্গলবার দুইদিন ব্যাপী মসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
বিশেষ টিকাদান ক্যাম্পেইন সোমবার ১০ জুলাই সকালে মসিকের ২ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের টিকাদান ক্যাম্পেইন সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। পরিদর্শনকালে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় ৩য় ও ৪র্থ ডোজের টিকাদান কর্মসূচির সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।
যারা টিকা দেননি তারা এই ক্যাম্পেইনে টিকা দিতে পারবেন।পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন মসিকের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম রফিক দুদু, খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার, টিকাদান সুপারভাইজার মোঃ মাসুম মিয়াসহ প্রমুখ।
এ ছাড়া ২ নং ওয়ার্ডে টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মসিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামছুর নাহার, স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম, ভলেন্টিয়ার ইয়াসিন, আরাফাতসহ অনেকই।