Header Image

ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন নিখোঁজ হওয়ায় মানববন্ধন

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া, বালুর ঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন নিখোঁজ হওয়ায় পরিবারের পক্ষ থেকে ১১ই জুলাই মঙ্গলবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধনে নিখোঁজ যাওয়া এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন কে ফিরে পেতে প্রশাসনসহ বিভিন্ন মহলে আকুতি জানিয়ে বক্তব্যে নিখোঁজ আপনের মাতা কল্পনা আক্তার,বলেন, গত ০৮/০৬/২০২৩ ইং বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় আমার ছেলে মোঃ ফারদুল্লা হাসান আপন (১৬) আমার নিজ বাসা বালুরঘাট কাঠগোলা থেকে তাহার বন্ধু রাকিবের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে বলে বাসা থেকে বাহির হয়ে যায়।

পরবর্তীতে সে আর বাসায় ফিরে আসে নাই এবং তাহার মোবাইলে যোগাযোগ করিলে তাহার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে আশপাশ এলাকা এবং সকল আত্মীয় স্বজনের বাসা বাড়ীতে খুঁজাখুজি করে তার কোন সন্দান পাওয়া যায়নি।

এ বিষয়ে আমরা রাকিব সন্দেহ করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করতে গেলে আমাদের মামলা না নিয়ে থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দকে মোবাইলে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এসেছিল তাদের সন্তান নিখোঁজ হয়েছে বলে তাই সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।

মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন নিখোঁজ আপনের পিতা রমজান আলী,চাচা সুরুজ আলী, বোন রত্না আক্তার, নানি জোৎস্না আক্তার মানু, রানা, ওসমান সহ আরোও অনেকেই। বক্তব্যে সবাই নিখোঁজ ফারদুল্লাহ হাসান আপন কে ফিরে পেতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন,জেলা পুলিশ সুপার সহ থানা অফিসার ইনচার্জ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!