জাহাঈীর আলমঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবিক কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, বিদ্যুতায়িত হয়ে নিহত ও আহত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদি হাসান, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ১২টি পরিবারের মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ টি পরিবারের মাঝে ৬৬ বান্ডেল এবং অপর একটি পরিবারকে ১ বান্ডেল টেউটিনসহ মোট ৬৭টি বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। মোট ৪৬ পরিবারের মাঝে উপকরণ সামগ্রী ও চেক বিতরণ করা হয়েছে।