জাহাঈীর আলমঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে।
বুধবার বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীর নামে মামলাটি করেন উপপরিদর্শক মদন চন্দ্র সিং। এ মামলায় হুমায়ুন নামে স্বেচ্ছাসেবক দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজার এলাকায় অভিযান চালিয়ে পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলার আসামি নবী হোসেনকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আসামিকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহত হন এসআই মদন চন্দ্র সিং ও কনস্টেবল সোহেল।
আসামি নবী হোসেন বলেন, ‘কোনো কারণ ছাড়াই পুলিশ আমাকে আটক করে। এ ঘটনার পর স্থানীয় লোকজন আমার বাড়িতে হামলা করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মেদ জানান, পুলিশের ওপর হামলা মামলায় হুমায়ুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।