ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কৃতি সন্তান,গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দীন মাষ্টার।
তার নিজস্ব উদ্যোগে ১০০টি ঘর নির্মাণ করে নান্দাইলের অসহায় মানুষকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিমধ্যে তিনি ২৫ টি ঘর বুঝিয়েদিয়েছেন,তার মধ্যে আজও ২টি ঘরের মালামাল বুঝিয়েদেন। বাকী ঘর গুলোও ক্রমান্নয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই নির্মাণ করে দিবেন বলে জানান।
এ উপলক্ষে আজ সিংরইল ইউনিয়নের জোসনা আক্তার ও খারুয়া ইউনিয়নের রাবেয়া কে দুটি ঘরের মালামাল বুঝিয়ে দেন এবং এলাকার যুবকদের মাঝে খেলার সরঞ্জামাদী সহ খেলার জার্সি বুঝিয়ে দেন । এতে যুবকরা মাদক থেকে দূরে থাকবে খেলাধুলা করে মানসিক ভালো থাকবে।
এ বিষয়ে জালাল উদ্দিন মাস্টার বলেন আমি এমপি হই বা না হই আমি ৩০ বছর যাবত আওয়ামী লীগের কাজ করে যাচ্ছি তাই নান্দাইলে মানুষের জন্য কাজ করে যাবো।
উক্ত অনুষ্টানে হাসিম মাষ্টারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আকবর আলী,বীরমুক্তিযোদ্ধা এমজে সাদেক,বঙ্গবন্ধুর নৌকার সমর্থক গোষ্ঠীর নেতা জামিল, নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠীর নেতা নুরুল ইসলাম,বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠীর মহিলার নেত্রী জিন্নাতআরা,হাসিম উদ্দিন,রফিক সহ প্রমুখ।
এছাড়াও উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বঙ্গবন্ধুর নৌকার সমর্থকগোষ্ঠীর নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।