Header Image

ভালুকায় কারখানায় আগুন ১০ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ১০ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মিল কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় ৪০০ বেল সুতা পুড়ে গিয়ে অন্তত ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে পৌর শহরের কাঁঠালী এলাকার শেফার্ড গ্রুপের ফেন্সি ইয়ার্ন লিমিটেডের সুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে শনিবার (১৫ জুলাই) ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৮ টার সময় শেফার্ড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানটির ফেন্সি ইয়ার্ন লিমিটেডের সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুণ নিয়ন্ত্রণ করতে না পারায় পর্যাক্রমে ময়মনসিংহ সদর, ত্রিশাল, কৃষি বিশ্ববিদ্যালয়, গফরগাঁও ও শ্রীপুর ইউনিট যোগ দেয়। শনিবার ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে।

শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মোখলেছুর রহমান জানান, কারখানাটি তাইওয়ান-বাংলাদেশ যৌথভাবে পরিচালিত হচ্ছে। এ কোম্পানির উৎপাদিত পণ্য সম্পূর্ণ বিদেশে রফতানি করা হয়ে থাকে। সম্প্রতি ব্রাজিল থেকে ৪০০ বেল সুতা আমদানি করে গোডাউনে রাখা হয়েছিল। তাদের কারখানাটি বন্ধ ছিল। সুতার গোডাউনে কিভাবে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে প্রায় সবগুলো বেল পুড়ে গেছে। এমনকি বেশ কিছু মেশিনারী যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। এতে তাদের প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, কি কারণে বা কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, এমনকি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা কারখানা কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতির আমাদানিকৃত সুতার কাগজপত্র যাচাই করে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!