আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় শেফার্ড গ্রুপের আগুনে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য।
রবিবার (১৬ই জুলাই) সকালে ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু কারখানাটি পরিদর্শন করেন। এসময় পুড়ে যাওয়া কারখানার পুরোটা ঘুরে দেখেন তিনি।
শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১০ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও কারখানার প্রায় ৪০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ওই আগুনে কারখানার প্রায় ৪০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন, কারখানার জেনারেল ম্যানেজার মোকলেছুর রহমান।