Header Image

ময়মনসিংহ জেলায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন শাহ কামাল আকন্দ

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

নিজ কর্মদক্ষতা গুণে ও দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

গত জুন /২০২৩ ইং মাসে অভিন্ন মানদন্ডে সফলতায় ওসি শাহ্ কামাল আকন্দের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা ও জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশনায় সর্বদাই অগ্রনী ভূমিকা পালন ও সর্বত্র অভিযান পরিচালনা করে মাদক ও অপরাধ নির্মূল্যে বিশেষ অবদান রেখে আসছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।

তিনি মাদক বিক্রেতা-ক্রেতা, সন্ত্রাসী, চুরি-ডাকাতি, খুন-ধর্ষন এর মতো মারাত্মক অপরাধের ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে এ পুরুষ্কার পেয়েছেন। মাদককে সবসময় জিরো টলারেন্স রাখার চেষ্ঠা করেন। তাঁর পরিচালনায় মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

বিট পুলিশিং কার্যক্রম সহ পুলিশ বিভাগে বিশেষ অবদান রাখায় উর্ধ্বতন কর্তৃপক্ষ বার বার তাকে এবং কোতোয়ালি মডেল থানাকে শ্রেষ্ঠত্বের সম্মান দিচ্ছেন। এমনকি তিনি সাফল্যের স্বীকৃতি হিসাবে বার বার পেয়ে যাচ্ছেন জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!