জাহাঈীর আলম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদী মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র আবুল কালাম (৬০), মৃত তমিজ উদ্দিনের পুত্র আবু বকর সিদ্দিক (৬০), আবু সাঈদ (৫০), আবু বকর দিদ্দিকের পুত্র হারুন মিয়া (৩৮) ও আব্দুস সালামের পুত্র সোহাগ মিয়া (৩৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গ্রেফতারকৃত হাটুলিয়া গ্রামে কবরস্থান নিয়ে একটি মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিল তারা।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।