Header Image

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও আম্বিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও আম্বিয়া বেগম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।আজ শুক্রবার দুপুরে জালিয়ারপাড় আনন্দ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদুর ছেলে লিটন মিয়া,পুত্রবধু জায়েদা বেগম,নাতনি লিজা খাতুন ও রফিকুল ইসলাম রফিক।

এসময় বক্তারা অভিযোগ করেন,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও তার পুত্রবধু আম্বিয়াকে
দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।

১৯৯৮ সালে ২৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু কে হত্যা করা হয়।গাদু হত্যা মামলায় ১৩ জন ও আম্বিয়া হত্যা মামলায় ১০ জন কে আসামি করা হয়।এই হত্যাকান্ডের ঘটনায় লেবু মিয়াকে প্রধান আসামী করে ২৩ জনের দুটি মামলা দায়ের হলেও মাত্র চারজন আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।বাকী আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

উল্লেখ্য,পারিবারিক বিরোধের জেরে ১৯৯৮ সালে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ার পাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে পিটিয়ে হত্যার পর একটি টয়লেটে ফেলে রাখে সন্ত্রাসীরা।২৫ বছর পর গত ১৫ জুন ওই মামলার আসামীরা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও পুত্র বধু আম্বিয়া বেগমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!