Header Image

ভালুকায় নির্মাণাধীন ফ্যাক্টরিতে হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন ইন্ডাস্ট্রিতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার নামক ইন্ডাস্ট্রিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত জব্দ করে।

এ ঘটনায় কোম্পানির সিনিয়র এডমিন ম্যানেজার শাহরিয়ার পারভেজ বাদী হয়ে জামিরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহাগ সহ ১১ জনকে চিহ্নিত ও অজ্ঞাত ৭০/ ৮০ জন কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এডমিন শাহরিয়ার পারভেজ জানান, সোহাগ দীর্ঘদিন যাবত তাদের নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল দশটার দিকে সোহাগের নেতৃত্বে বিবাদীগণ অস্ত্র নিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না পেয়ে হামলাকারীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ফ্যাক্টরীর নিরাপত্তাকর্মী ও কর্মরত শ্রমিকদের মাঝে আতংক সৃষ্টি করে। পরে আর এম এস বিল্ডিং ও ক্যন্টিনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এসময় হামলাকারীরা নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা ও বিভিন্ন আলামত উদ্ধার করে।

শুক্রবার দুপরে অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ জানান, সে তার জমিতে টিনের বেড়া দেওয়ার জন্য লোকজন পাঠালে কোম্পানীর লোকজন তার কাজে বাধা দেয়।

তিনি আরও বলেন, আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দুই পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!