মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২৪ জুলাই দুপুরে পরিচালিত অভিযানে নওমহল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মসিক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মসিক সচিব।
উল্লেখ্য যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে। এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও
পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে আরোও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ আরোও অনেকেই।