মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এর নতুন অফিসার ইনচার্জ হলেন মোঃ ফারুক হোসেন। তিনি গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নিযুক্ত হওয়ার আগে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বরত ছিলেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাকে আরোও শক্তিশালী করতে এবং জেলার অপরাধ নির্মুলের লক্ষে জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ডিবি ওসি) হিসেবে দক্ষ, মেধাবী ও চৌকস পুলিশ অফিসার মোঃ ফারুক হোসেনকে উদ্ধর্তন কতৃপক্ষ নিয়োগ দিয়েছেন। তিনি গত ২৪ জুলাই ২০২৩ ইং ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।
চৌকস এই পুলিশ অফিসার এর আগে কোতোয়ালী মডেল থানার ১ নং ফাঁড়ী ও ২ নং ফাঁড়ীর ইনচার্জ এবং কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
জানা যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় সার্কেল অফিসে যোগদান করবেন। নতুন যোগদানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন আমাকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায় আমি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য স্যার, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যার এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই এবং আমি সৎ ও নিষ্ঠার সহিত আমার দায়িত্ব পালন করে যাবো,ইনশাআল্লাহ।