
আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় গতকাল বুধবার ২৬ জুলাই রাতে নেশা আসক্ত ছেলের হাতে খুন হয় মা রুপিনা বেগম।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামী ঘটনার মাত্র ০৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইঞা, পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন ( গফরগাঁও সার্কেল) দিক নির্দেশনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া চাঞ্চল্যকর ঘটনা ছেলে কর্তৃক মা’কে হত্যা মামলার অভিযুক্ত আসামী মো: জনি (২২) কে ঘটনার মাত্র ০৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।
হত্যার দায় স্বীকার করে আসামী স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।
আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।