ভালুকা প্রতিনিধি ঃ
ময়মসিংহের ভালুকায় শুক্রবারের খুৎবার টাকা উঠিয়ে আত্মসাতে বাধা দেওয়ায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু ও সাইদুল ইসলাম, সাইদুল ইসলামের ছেলে রনি, রিয়াজত আলীর ছেলে মোঃ কালাম, মৃত হেলাল উদ্দিনের ছেলে শফিক ও রফিক গংরা দীর্ঘদিন যাবৎ মসজিদের শুক্রবারের খুৎবার টাকা উঠিয়ে মসজিদে জমা না দিয়ে নিয়ে যায়।
ওই টাকা কেও চাইতে গেলে বিভিন্ন প্রকার তালবাহানা সহ গালিগালাজ করে। পরে গত ২৮ জুলাই শুক্রবার মসজিদ কমিটির সভাপতি সহ সবাই মিলে নজরুল ইসলাম বাবু গংদেরকে মসজিদের টাকা উঠাতে নিষেধ করে।
এতে নজরুল ইসলাম বাবু গংরা ক্ষিপ্ত হয়ে পরে এবং নিষেধ কারীদের উপর হামলা চালায়। এতে একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে হাজ্বী চান মিয়া সহ ৩ জন আহত হয়। পরে উপস্থিত মুসল্লিরা নজরুল ইসলাম বাবুর উপর উত্তেজিত হলে নজরুল ইসলাম গংরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাজ্বী চান মিয়া সহ বাকিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় হাজ্বী চান মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বাবুকে মোবাইল ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন সব মিথ্যা কথা, এরপরই তিনি ফোন কেটে দেন।
ভালুকা মডেল থানার এস আই মানিকুল জানান ৯৯৯ খবর পেয়ে ঘটনা স্থলে যাই গিয়ে দেখি মুসুল্লিরা মারামারি থামিয়ে দেয়, এ ঘটনায় হাজী চান মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।