মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশের অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৯ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বিগত-২৮/০৭/২০২৩ ইং সন্ধ্যায় অত্র কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজার মোড়ে কৃষি ব্যাংকের সামনে সরকারী পাকা রাস্তার উপর, একদল ভূক্ত উশৃংঙ্খল জনতা বে-আইনী জনতা বদ্ধে দাঙ্গা সৃষ্টি করতঃ সরকার বিরোধী স্লোগান দিয়া রাস্তায় যান চলাচলের প্রতি বন্ধকতা সৃষ্টি করা সহ যানবাহন ভাংচুর করিয়া নাশকতা মূলক কর্মকান্ড ও অন্তঘার্তিমুলক কাজ করিতেছিল। উক্ত সময়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হইলে, পুলিশের উপস্থিতি টের পাইয়া, উশৃংঙ্খল জনতা দৌড়াইয়া পালিয়ে যায়। উক্ত ঘটনায় গত ২৯/০৭/২০২৩ ইং কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়।
কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০০, তারিখ-২৯/০৭/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড)
তাহার প্রেক্ষিতে গত-৩১/০৮/২০২৩ ইং রাতে অত্র ময়মনসিংহ জেলার বিভিন্ন থানাধীন অভিযান পরিচালনা করিয়া অত্র ঘটনার সহিত জড়িত থাকা নিম্নে বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
১। মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ (৪৫)- সাধারণ সম্পাদক, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা। ২। ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬)- অর্থ বিষয়ক সম্পাদক, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা।
৩। হাবিবুল হক শরীফ (৪০)- প্রচার সম্পাদক, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা।৷ ৪। মোঃ মামুনুর রশিদ (৪৫)-সদস্য, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা। ৫। মাঃ আবু নাছের সিদ্দিকী (৫২)- সদস্য, জামায়েত ইসলাম কোতোয়ালী থানা শাখা।
৬। মোঃ আনোয়ার হোসেন (৫০)- সদস্য, জামায়েত ইসলাম কোতোয়ালী থানা শাখা।৭। মাওলানা মোঃ মফিজুল ইসলাম (৫৫)-সভাপতি, জামায়েত ইসলাম , কোতোয়ালী থানা শাখা। ৮। আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন (৫৫)- সদস্য, জামায়েত ইসলাম গৌরিপুর থানা শাখা। ৯। মোঃ আব্দুল কাদের (৫০)-সুরা সদস্য, জামায়েত ইসলাম ফুলপুর থানা শাখা। ১০। মোঃ জয়নাল আবেদীন (৫১)-সাধারণ সম্পাদক, জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখা। ১১। মোঃ ফজলুল হক ওরফে মাহবুব (৩৬)-সদস্য, জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখা। ১২। মোঃ আমিনুল হক খান (৬৫)-সেক্রেটারী ইউপি শাখা, জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা। ১৩। মাওলানা মতিউর রহমান (৫৩)-সদস্য, জামায়েত ইসলাম তারাকান্দা থানা শাখা। ১৪। মাওলানা নুরুল ইসলাম (৪০)-সহ সভাপতি, জামায়েত ইসলাম তারাকান্দা থানা শাখা। ১৫। মোঃ আঃ মতিন (৩৫)-সদস্য, জামায়েত ইসলাম ফুলবাড়ীয়া থানা শাখা। ১৬। ইয়াকুব আলী হুজুর (৪৩), সদস্য, জামায়েত ইসলাম ফুলবাড়ীয়া থানা শাখা।
১৭। মাহমুদুল হাসান (৩০)- রুকন সদস্য, জামায়েত ইসলাম পাগলা থানা শাখা। ১৮। মাওলানা মোবারক হোসাইন (১৯)-সদস্য, জামায়েত ইসলাম ভালুকা থানা শাখা।
১৯। মোঃ সাইফুল ইসলাম (৪০) সদস্য, জামায়েত ইসলাম ধৌবাউড়া থানা শাখা।