মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনায় ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনা এস আই (নিঃ) কমল সরকার, এস আই (নিঃ) মোঃ হাবিববুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া (কালার মাষ্টারবাড়ী) সাকিনস্থ নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উত্তর পূর্ব কোনে ঢাকা থেকে ময়মনসিংহগামী মহাসড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হইতে ২ আগষ্ট ২০২৩ ইং রাতে ৫০ গ্রাম হেরোইনসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ১। মোঃ আমজাদ হোসেন (৫০), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মৃত জমেলা বেগম, সাং-দক্ষিণ লালপুর, থানা-লালপুর, জেলা-নাটোর, ২। মোঃ আফাজ উদ্দিন (৫৫), পিতা-মৃত আজিজুল ইসলাম, মাতা-মোছাঃ গলেজান বেগম, সাং-বলরামপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি ওসি ফারুক হোসেন জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।