মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চুরখাই পাঁচ রাস্তার মোড় সাকিনস্থ ময়মনসিংহ হতে ঢাকা গামী মহাসড়কের পূর্বপার্শ্বে জনৈক মোঃ সুলতান মিয়ার হোটেলের সামনে পাকা রাস্তার পাশ হইতে ৩ আগষ্ট ২০২৩ ইং ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফরহাদ বিন মুজিব @ সুমন মিয়া (৩৮), পিতা-মোঃ মুজিবুর রহমান, মাতা-মোছাঃ মমতাজ বেগম ২। সোমা (৩৪), পিতা-মৃতঃ হাবীবুর রহমান, মাতা-মোছাঃ খালেদা বেগম, স্বামী- মোঃ ফরহাদ বিন মুজিব @ সুমন মিয়া, উভয় সাং-রাড়গাঁও, সাউথকান্দা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি ওসি ফারুক হোসেন জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।