Header Image

ভালুকায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

 

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।

শনিবার ৫ আগস্ট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, ভালুকা মডেল থানার অসি তদন্ত জাহাঙ্গীর আলম যুব উন্নয়ন কর্মকর্তা সহ নেতৃবৃন্দ।
পরে শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!