Header Image

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই মহিলা সহ মোট গ্রেফতার ৪ জন

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে ধোবাউড়া উপজেলার ১ জামায়াতে নেতা, ২ মুক্তিপন আদায়কারী ও ১ ভিকটিম উদ্ধার এবং ০৩ গ্রাম হেরোইনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।

জানা যায় এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ধোবাউড়া থানাথীন ধোবাউড়া বাসষ্ট্যান্ড এলাকা হইতে ৯ আগষ্ট ভোর ৬ টা ধোবাউড়া উপজেলা জামায়াতে ইসলাম বাংলাদেশের সাধারন সম্পাদক মোতাহার হোসেন (৬০) পিতাঃ-মৃত হাজী মফিজ উদ্দিন সিং -ঘুগুটিয়ারপার,থানা-ধোবাউড়া জেলা ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তারিখ-০৬/০৮/২৩ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড মূলে গ্রেফতার করা হয়।

গত ০৮/০৮/২০২৩ তারিখ ভিকটিম বায়োজিদকে আটক করিয়া অজ্ঞাতস্থানে রাখে। এরূপ সংবাদ পুলিশ সুপার,ময়মনসিংহ এর নিকট আসিলে, পুলিশ সুপার এর নির্দেশে এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী এ,কে,এম রায়হান উদ্দিন সিনিয়র এডভোকেট জজ, কোর্ট,ময়মনসিংহ এর ভাড়া বাসার নিচ তলা হইতে মুক্তিপনের জন্য আটককৃত ভিকটিম বায়োজিদকে ৯ আগষ্ট রাত ২ টার সময় উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত আসামী ১। মোছাঃ শিউলী রেখা ঝর্ণা (২৮), পিতা-মৃতঃ-আঃ রউফ মিয়া, মাতা-জোসনা বেগম, সাং-চরপাড়া, ০১ নং ওয়ার্ড ফুলপুর পৌরসভা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা, ২। মোছাঃ সুমী আক্তার (৩০), পিতা মৃত-আমজাদ আলী, মাতা-মৃতঃ হামিদা বেগম, সাং-কাঠগোলা, বর্তমান সাং-চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী থানায় এজাহার দিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৩৪২ রুজু হয়। এছাড়া এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন উথুরা বাজার সাকিনস্থ মোঃ আঃ কাদের মার্কেট এর মোঃ ফজলে রাব্বি (৪৫) পিতা মৃত-মনির উদ্দিন এর ভাড়াকৃত রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হইতে ৯ আগষ্ট ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। ইকবাল হোসেন (৪২), পিতা-সুলতান বাদশা, মাতা-মোছাঃ ফাতেমা চৌধুরী, সাং-উথুরা (উথুরা বাজার), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধোবাউড়া উপজেলার ১ জামায়াত নেতা, ২ মুক্তিপন আদায়কারী এবং ০৩ গ্রাম হেরোইন উদ্ধার সংক্রান্তে ১ জন আসামীসহ গ্রেফতারকৃত মোট ৪ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!